Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

শিবসেনার শিণ্ডে শিবিরে যোগ গোবিন্দার

Updated : 29 Mar, 2024 10:38 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

 মুম্বই: রাজনীতিতে কামব্যাক গোবিন্দার (Govinda)। শিন্ডেসেনায় যোগ দিলেন বলিউড তারকা গোবিন্দ (Govinda Joins Shiv Sena)। সূত্রের খবর, লোকসভা ভোটে মুম্বই উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে তাঁকে। ২০০৪ সালের লোকসভা ভোটে মুম্বই উত্তর কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসাবে রাজনীতিতে যাত্রা শুরু করেছিলেন গোবিন্দ। ভোটে গোবিন্দার কাছে পরাজিত হন অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য রাম নাইক। তারপর সাংসদ পদ থেকেও ইস্তফা দিয়ে রাজনীতি থেকে দূরত্ব বাড়ান অভিনেতা। তবে এবার ফের একবার নির্বাচনী লড়াইয়ে হিরো নম্বর ওয়ান।