ফের মাথাচাড়া দিয়ে উঠছে শিশু পাচার চক্র
নদীয়া: এবার সাতদিনে সদ্যোজাতকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল শিশুর দিদার বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুরের ঘটনা। টাকার বিনিময়ে সদ্যোজাতকে বিক্রি করে দেওয়ার অভিযোগ। ঘটনার পর থেকেই অধরা অভিযুক্ত মহিলা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সাতদিন আগেই ওই অভিযুক্তর মেয়ে একটু পুত্র সন্তানের জন্ম দেন।তারপরেই নিজের নবজাতক নাতিকেই বিক্রি করে দেন ওই মহিলা। যদিও ইতিমধ্যে ওই শিশুটিকে উদ্ধার করা গিয়েছে। কিন্তু কেন এমন একটা নৃশংস ঘটনা ঘটনালৈ ওই মহিলা? তবে কি গরিব মানুষের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে শিশু পাচার চক্র সক্রিয় হয়ে উঠছে? ঘটনা ঘিরে এবার এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। ঘটনার সঙ্গে কোনও চক্র জড়িয়ে রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।
নদিয়ার শান্তিপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের মালঞ্চ স্ট্রিট এলাকাযর ঘটনার। স্থানীয় কাউন্সিলর বুলা খাতুন জানিয়েছেন, তাঁর ওয়ার্ডের এক মহিলা বর্ষা বিবি গত ৯ অক্টোবর শান্তিপুর হাসপাতালে এক পুত্র সন্তানের জন্ম দেন। এরপর বুধবার শান্তিপুর হাসপাতাল থেকে ওই গৃহবধূ ২২ নম্বর ওয়ার্ডের বাবার বাড়িতে ফিরে আসেন। গতকাল রাতে ওই ওয়ার্ডের বেশ কিছু মানুষ জমায়েত হন। তখন ওখানে উপস্থিত বর্ষা বিবি তাঁকে জানান, তাঁর সদ্যোজাত সন্তানকে তাঁর মা বিক্রি করে দিয়েছেন। তারপর এই ঘটনার সত্যতা জানতে পুলিশে খবর দেওয়া হয়।
তদন্তে নেমে রবিবার সকালে ওই সদ্যোজাতকে কোথায় বিক্রি করা হয়েছে তা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। সেখানে জানা যায় এক মহিলা দালালের কাছ থেকে টাকা নিয়ে ওই সদ্যোজাতকে বিক্রি করা হয়েছে। পুলিশ সূত্রে জানাগিয়েছে, জগদ্দলে পাচার করা হয়েছে ওই সদ্যোজাতকে। তারপরেই ওই শিশুকে উদ্ধার করতে যায় পুলিশ।
সদ্যজাতর মা বর্ষা বলেন, তিনি সন্তান প্রসবের জন্য বাবার বাড়িতে এসেছিলেন। আর তাঁর মা খালেদা বিবি তাঁকে কিছু না জানিয়েই তাঁর সন্তানকে ৬০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন।