Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

HS Result 2023 | Mamata Banerjee | ‘প্রত্যেকটি দিন তোমাদের সাফল্যময় হোক’, পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Updated : 24 May, 2023 5:42 PM
AE: Abhijit Roy
VO: Priti Saha
Edit: Monojit Malakar

কলকাতা: প্রকাশিত হল ২০২৩ উচ্চ মাধ্যমিকের (West Bengal Higher Secondary) ফলাফল। পরীক্ষার (Exam) ৫৭ দিনের মাথায় সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এই বছর ৮লক্ষ ২৪ হাজার ৮৯১ জন পরীক্ষা দিয়েছে। পাশ করেছে ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। সফল পরীক্ষার্থীদের টুইট করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি লিখেছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামীর প্রত্যেকটি দিন তোমাদের সাফল্যময় হোক।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি লিখেছেন, আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৩-এর ফল প্রকাশিত হলো। পাশের হার ৮৯.২৫%। সফল ছাত্রছাত্রীদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তোমরা খুব কৃতী হও, ভালো মানুষ হও, বাংলা ও বাঙালির মুখ উজ্জ্বল করো এই কামনা রইল।

এবছরে মোট পরীক্ষার্থী ছিল ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন। তার মধ্যে পরীক্ষা দিয়েছিল ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। যা গত বারের তুলনায় ১ লক্ষ ৭ হাজার বেশি। এবছরে পাশ করেছে মোট ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। যা শতাংশের বিচারে ৮৯.২৫ শতাংশ। সাফল্যের ছাত্রীদের থেকে কিছুটা এগিয়ে ছাত্ররা। ছাত্রদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬ শতাংশ। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশন বা ৬০ শতাংশের বেশি পেয়েছে ২ লক্ষ ৭৩ হাজার ৫৮০ জন পরীক্ষার্থী। শতাংশের বিচারে যা ৩৮.৬৫ শতাংশ। অন্যদিকে, ৮০ শতাংশের বেশি পেয়েছে মোট পরীক্ষার্থীর ৬.৬৬ শতাংশ।  সংসদ সভাপতি জানিয়েছেন, সেই সংখ্যাটা ৫২ হাজার ৮৭৮। এবছরেও উর্দু, নেপালি এবং সাঁওতালি ভাষায় দেওয়া পরীক্ষার্থীদেরও প্রথম স্থানাধিকারীদের নাম ঘোষণা করা হয়েছে। 

মোট পরীক্ষার্থীর ৯০ শতাংশ বা তার বেশি পাশ করার নিরিখে রয়েছে মোট ১১টি জেলা। যার মধ্যে সেরা পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৫.৭৫ শতাংশ। অন্যদিকে, পাশের হারের নিরিখে দশম স্থানে কলকাতা। মোট ৮৭ জন রয়েছেন প্রথম ১০-এ। হুগলি থেকে সবথেকে বেশি রয়েছে। প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে প্রথম। তিনি পেয়েছেন ৪৯৬ নম্বর। যা মোট নম্বরের ৯৯.২ শতাংশ। পাশাপাশি দ্বিতীয় হয়েছেন এবার দুজন। বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয় থেকে সুষমা পাল। যিনি ৪৯৫ নম্বর পেয়েছে। এবং উত্তর দিনাজপুরের আবু সানা এই তালিকাও রয়েছেন। অন্যদিকে তৃতীয় পজিশনে আরও তিনজন রয়েছেন। নামগুলি হল- চন্দ্রবিন্দু মাইতি, পিয়ালি দাস এবং অনুসুয়া সাহা।

এবছর উচ্চমাধ্যমিকে একাধিক নতুন ব্যবস্থা ছিল। ব্যবহার করা হয়েছে প্রযুক্তির। অন্যদিকে অ্যাডমিট কার্ডেও থাকবে কিউআর কোড। তবে আগামী ৩১ তারিখ থেকে উচ্চমাধ্যমিকের ফলাফলের হার্ড কপি নিতে পারবে ছাত্র-ছাত্রীরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল জানা যাবে। এজন্যে দুটি ওয়েবসাইট রয়েছে। যেমন wbresults.nic.ইন, এবং wbchse.wb.gov.ইন। এছাড়াও www.exametc.কম এবং www.indiaresults.কম-এই ওয়েবসাইটগুলির মাধ্যমেও পরীক্ষার্থীরা রেজাল্ট জানতে পারবেন।