Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Gujarat Board results | মোদি-রাজ্যে দেড়শোরও বেশি স্কুলে দশম শ্রেণির পরীক্ষায় সবাই ফেল! পাশ শূন্য

Updated : 30 May, 2023 4:13 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Monojit Malakar

গুজরাত: মোদির রাজ্যে শিক্ষাব্যবস্থার বেহাল দশা। ১৫৭টি স্কুলে পাশ (Pass) করল না কেউ। সম্প্রতি গুজরাতের (Gujrat) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড (GSSB) ২০২৩ সালের গুজরাট বোর্ডের এসএসসি দশম শ্রেণির পরীক্ষার ফলাফল (Result) প্রকাশ করেছে। তাতে দেখা গিয়েছে, ১৫৭ টি স্কুলের দশম শ্রেনিতে কেউ পাশ করতে পারেনি। যা নিয়ে এখন চর্চা সোশ্যাল মিডিয়ায়। গুজরাটের ৭০০টি স্কুলে শিক্ষকের অভাব রয়েছে, এমনটাই জানা গিয়েছিল গত বছর। তবে এখন প্রশ্ন উঠছে, শিক্ষকের না থাকা নাকি পরিকাঠামোর অন্য ত্রুটি, কোন কারণে এই অবস্থা আড়াই দশক ধরে বিজেপির (BJP) শাসনাধীন রাজ্যটি?

চলতি বছর রাজ্যে মোট পাশের সার্বিক হার ৬৪.৬২ শতাংশ। জেলাগুলির মধ্যে শীর্ষে সুরাট। সেখানে ৭৬ শতাংশ পড়ুয়াই পাশ করেছে। সবচেয়ে নিচে দাহোদ। সেখানে মাত্র ৪০.৭৫ শতাংশ পড়ুয়া পাশ করেছে। তবে চমক দেওয়ার মতো তথ্য হল এই যে, মোদির রাজ্যের ১৫৭টি স্কুল থেকে একজন ছাত্র-ছাত্রীও দশম শ্রেণির পরীক্ষায় পাস করতে পারেনি।  রাজ্যের ১০৮৪টি স্কুলের ৩০ শতাংশেরও কম ছাত্র-ছাত্রী পাস করেছে। মাত্র ২৭২টি স্কুলের ১০০ শতাংশ পরীক্ষার্থী দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

প্রকাশিত ফলাফল থেকে দেখা গিয়েছে, চলতি বছর এ১ গ্রেড পেয়েছে মাত্র ৬ হাজার ১১১ জন পড়ুয়া। এ২ পেয়েছে ৪৪ হাজার ৪৮০ জন। বি২ গ্রেড পেয়েছে ১ লক্ষ ২৭ হাজার ৬৫২ জন। গুজরাটি ভাষার পরীক্ষায় পাশ করতে পারেনি ৯৬ হাজার পরীক্ষার্থী। এদিকে অঙ্কে ফেল করেছে ১ লক্ষ ৯৬ হাজার পড়ুয়া। ২৭২টি স্কুলে যেখানে সকলেই পাশ করেছেস সেখানে ১ হাজার ৮৪টি স্কুলে পাশের হার মাত্র ৩০ শতাংশ। গত বছর পাস করতে না পারে এবারেও পরীক্ষা দিয়েছিল ১ লক্ষ ৬৫ হাজার ৬৯০ জন। এদের মধ্যে মাত্র ২৭ হাজার ৪৪৬ জন এবার পাস করেছে। জিএসইবির এই পরীক্ষার ফলাফলই বুঝিয়ে দিচ্ছে মোদির রাজ্যে শিক্ষা ব্যবস্থার হাল কেমন!