এবার ইউনেস্কোর হেরিটেজ তকমা পেল গুজরাতের গরবা নৃত্য
নয়া দিল্লি: সম্প্রতি বাঙালির দুর্গাপুজোকে (Durga Puja) হেরিটেজ (Heritage) তকমা দিয়েছে ইউনেস্কো (Unesco)। এবার ইউনেস্কোর স্বীকৃতি পেল গুজরাতের ঐতিহ্যবাহী গরবা নৃত্য। বুধবার ইউনেস্কো থেকে রাজ্যের এই নৃত্য স্বীকৃতি পাওয়ার কথা ঘোষণা করেছেন গুজরাতের (Gujrat) মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র বাঘেল। বিশেষ স্বীকৃতি মেলার পর সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narebdra Modi)।
মোদি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “গরবা হল জীবন, ঐক্য এবং আমাদের মূল সংস্কৃতির উদযাপন। ইনট্যানজিবল হেরিটেজ লিস্টে এর অন্তর্ভুক্তি হওয়ায় এবার বিশ্বের কাছে ভারতীয় সংস্কৃতির সৌন্দর্য প্রদর্শিত হবে। এই সম্মান আমাদের ঐতিহ্য সংরক্ষণ ও প্রচার করতে আমাদের ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করে। এই বিশ্বব্যাপী স্বীকৃতির জন্য অভিনন্দন।”