Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ |
K:T:V Clock

বাবা হলেন জাস্টিন বিবার, সদ্যোজাতর নাম জানালেন পপ তারকা

Updated : 24 Aug, 2024 4:55 PM
AE: Hasibul Molla
VO: Priyanka Banerjee
Edit: Silpika Chatterjee

কলকাতা: খুশির হাওয়া বিবার পরিবারে। দুই থেকে তিন হলেন পপ তারকা জাস্টিন বিবার এবং মডেল হেইলি বিবার। শুক্রবার তাঁদের কোল আলো করে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। এদিনই সোশ্যাল মিডিয়া পোস্টে খুশির খবর জানিয়েছেন তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়া পোস্টে জাস্টিন বিবার নবজাতকের পায়ের ছবি পোস্ট করে লিখেছেন ‘বাড়িতে তোমায় স্বাগত জানাচ্ছি জ্যাক ব্লুজ বিবার।’