Placeholder canvas
কলকাতা বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

রোহিত-বিরাট আর কতদিন? ভবিষ্যদ্বাণী করলেন ভাজ্জি

Updated : 13 Aug, 2024 3:39 PM
AE: Abhijit Roy
VO: priyanka Banerjee
Edit: Silpika Chaterjee

কেরিয়ারের সায়াহ্নে এসে পড়েছেন ভারতের দুই তারকা ব্যাটার রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। আন্তর্জাতিক টি২০ থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন, বাকি দুই ফর্ম্যাটে আর কতদিন খেলবেন সেটাই দেখার। এরই মধ্যে রোহিত-বিরাটকে নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী করে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh)।

প্রাক্তন অফস্পিনারের দাবি, ৩৫ বছরের বিরাটের যা ফিটনেস তাতে আরও পাঁচ বছর অনায়াসে খেলে দিতে পারবেন। ৩৭ বছর বয়সি রোহিত আরও দু’ বছর খেলতে পারবেন বলেও জানান ভাজ্জি। তিনি বলেন, “বিরাট সম্ভবত দলের সবথেকে ফিট ব্যক্তি। যে কোনও ১৯ বছর বয়সিকে ওর সঙ্গে পাল্লা দিতে বলুন, বিরাট তাকে হারিয়ে দেবে। ও এতটাই ফিট। বিরাট এবং রোহিতের মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি আছে। এটা পুরোপুরি ওদের ব্যাপার। যদি ওরা যথেষ্ট ফিট থাকে, পারফর্ম করতে পারে এবং দল জেতে, তাহলে খেলে যাওয়া উচিত।”