বিগব্যাশ লিগে একমাত্র ভারতীয় হরমনপ্রীত কৌর
মুম্বই: সম্ভাবনাই বাস্তব হলো। ড্রাফটে ছিলে ১৮ জন ভারতীয় ক্রিকেটার। আর সেই ড্রাফট থেকে একজন ভারতীয় ক্রিকেটার মহিলাদের বিগব্যাশ লিগে (Womens Big Bash League) জায়গা পেলেন। তিনি ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। অবশ্য স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) নাম প্রত্যাহার না করলে হয়ত তাঁর নামও থাকত বিগ ব্যাশ লিগে।
রবিবারেই হরমনপ্রীত কৌরের গত মরশুমের ফ্র্যাঞ্চাইজি মেলবোর্ন রেনেগেডস তাঁকে রিটেন করার কথা জানিয়েছে। প্ল্যাটিনাম ক্যাটেগরিতে রাখা হয়েছিল হরমনপ্রীত কৌরকে।
বিগ ব্যাশ লিগে হরমনপ্রীতের পারফরম্যান্স কীরকম?
২০২১-২২ মরশুম
টিম: মেলবোর্ন রেনেগেডস
ইনিংস: ১২
রান: ৪০৬
গড়: ৫৮
স্ট্রাইক রেট: ১৩০.৯৬
সর্বোচ্চ: ৮১
উইকেট: ১৫
ইকোনমি রেট: ৭.৪৫
সেরা বোলিং ফিগার: ২২ রানে ৩ উইকেট
প্রসঙ্গত, ২০১৬-১৭ সালেই ডব্লুবিবিএলে অভিষেক হয়েছিল হরমনপ্রীতের। সেবার সিডনি থান্ডার্সের হয়ে খেলেছিলেন তিনি।