Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

হরিয়ানায় ইস্তফা মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের

Updated : 12 Mar, 2024 9:02 PM
AE: Hasibul Molla
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: হরিয়ানায় ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর (Manoharlal Khattar)। লোকসভা নির্বাচনে (Loksabha Vote) আসন সমঝোতা নিয়ে উপ মুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালার জননায়ক জনতা দলের সঙ্গে মত বিরোধ। সেই ঘটনার জেরে ইস্তফা বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, আসন বন্টন নিয়ে জেজেপি নেতা দুষ্মন্ত চৌটালার যুক্তি মানতে রাজি নয় বিজেপি। তাতেই মনোহরলাল সরকারের থেকে সমর্থন তুলে নেওয়ার চিন্তা শুরু করেছে তারা। দলের বিধায়কদের নিয়ে দিল্লিতে বৈঠকে বসেছিলেন দুষ্মন্ত। এদিকে মঙ্গলবারই নিজের বাসভবনে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক করেন খট্টর। তারপরই ইস্তফার ঘোষণা করেন তিনি।  বিজেপির দলীয় পর্যবেক্ষকেরা ইতিমধ্যে চণ্ডীগড়ে পৌঁছে গিয়েছেন। নির্দল বিধায়কদের সমর্থনে আবার হরিয়ানাতে বিজেপি সরকার গঠনের চেষ্টা হবে।