Placeholder canvas
কলকাতা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

হাইকোর্টের দুই বিচারপতির সমস্ত রায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Updated : 27 Jan, 2024 10:19 PM
AE: Samrat Saha
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: মেডিক্যাল দুর্নীতি মামলায় পরবর্তী শুনানি সোমবার, আপাতত সিবিআই তদন্ত নয়
মেডিক্যালে ভর্তি মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)  সমস্ত বিচার প্রক্রিয়া স্থগিত ঘোষণা করল সুপ্রিম কোর্ট (Supreme Court) । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay)  একক বেঞ্চ এবং বিচারপতি সৌমেন সেনের (Justice Saumen Sen) ডিভিশন বেঞ্চ যা যা নির্দেশ দিয়েছিল, সবের উপরই স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ। সোমবার মামলার পরবর্তী শুনানি। এর ফলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশও সোমবার পর্যন্ত কার্যকর করা যাবে না। রাজ্য সরকার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে মামলা বা এসএলপি করার আবেদন জানিয়েছে শনিবার। সুপ্রিম কোর্ট তাও মঞ্জুর করেছে। রাজ্য সরকার এবং মূল মামলাকারীকে নোটিস দিয়েছে শীর্ষ আদালত।

মেডিক্যালে ভর্তির ক্ষেত্রে ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে সংরক্ষিত আসনে অনেক জেনারেল ক্যাটাগরির পড়ুয়া ভর্তি হন বলে অভিযোগ ওঠে। তা নিয়ে মামলা হয়। সেই মামলাতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) সিবিআই তদন্তের (CBI Investigation) নির্দেশ দেন এবং এফআইআর করতে বলেন সিবিআইকে। সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। ওই বেঞ্চ সিবিআই তদন্তের উপর মৌখিক স্থগিতাদেশ দেয়। পরে বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যের এজিকে লিখিত নির্দেশ দেখাতে বললে তিনি তা দেখাতে পারেননি বুধবার। বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চ লিখিত স্থগিতাদেশ দেয়। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ওই নির্দেশ অবৈধ।