দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরে লাল সতর্কতা জারি
কলকাতা: গরমে ফুঁসছে দক্ষিণবঙ্গ। বৃষ্টির দেখা নেই। চাতক পাখির মতো বৃষ্টির (Rainfall) অপেক্ষায় চেয়ে দক্ষিণবঙ্গবাসী। তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেখানে রয়েছে লাল সতর্কতা। দার্জিলিং, কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর। দুই দিনাজপুর, মালদহে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্য দিকে, দক্ষিণবঙ্গে সেই গরমই থাকছে। তবে দক্ষিণবঙ্গ জুড়ে সোমবার থেকেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হল। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আলিপুর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোমবার বৃষ্টি হবে। তবে তিন জেলায় তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও হাওয়ার বেগ হতে পারে ৫০ কিলোমিটার পর্যন্তও। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় বৃষ্টির পাশাপাশি সোমবারও তাপপ্রবাহ হতে পারে।