রাত থেকে কলকাতায় মুষলধারে বৃষ্টি, ভিজল জেলাগুলিও
কলকাতা: বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। মঙ্গলবার রাত থেকেই কলকাতায় শুরু হয়েছে মুষল ধারে বৃষ্টি। বুধ এবং বৃহস্পতিবার বর্ষণ চলতে পারে। কলকাতার পাশাপাশি আগামী কয়েক ঘণ্টার মধ্যে রাজ্যের আরও কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। বুধবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে কলকাতার বিভিন্ন জায়গা জলমগ্ন। কলকাতা ছাড়াও হাওড়া, নদিয়া সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাসষ দার্জিলিঙ, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুর্যোগের জন্য সমুদ্রে পর্যটকদের যেতে নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।