আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
কলকাতা: বেশ কয়েকদিন ধরে বৃষ্টির দেখা মিলেছে রাজ্য জুড়ে। কোথাও হালকা তো কোথাও মাঝারি। সপ্তাহান্তেও জারি বৃষ্টির পর্বাভাস (Rainfall Forecast)। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। সোমবার তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। মঙ্গলবার সেটি নিম্নচাপে পরিণত হওয়ার কথা ছিল। এর জেরে গতকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েছে। সোমবারও দিনভর বৃষ্টি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়ায়। ভাদ্রের মাঝামাঝি এই নিম্নচাপের বৃষ্টিতে অসহ্য গরম থেকে সাময়িক রেহাই মিলবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি। উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ কমবে। উল্টে ৩ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে পারদ।
আলিপুর আবহাওয়া দপ্তরের (Alipore Meteorological Department) তরফে জানানো হয়েছে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। অপরদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।
শনিবার উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে হালকা বৃষ্টিপাত হতে পারে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ ও কোচবিহারে হালকা বৃষ্টিপাতের সতর্কতার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না৷