Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

বুধবার থেকে দক্ষিণে হাওয়া বদল, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

Updated : 1 Jul, 2024 6:41 PM
AE: Hasibul Molla
VO: Priyanka Banerjee
Edit: Silpika Chatterjee

উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি (Heavy Rain) ! বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গে। গোটা জুন মাস জুড়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির (South Bengal Rain) ঘাটতি দেখা দিয়েছিল। কিন্তু ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গে (North Bengal Heavy Rainfall) বিপর্যস্ত জনজীবন। এখনই যে উত্তরে দপর্যোগ কমছে না জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি। দক্ষিণবঙ্গে আজ, সোমবার ও মঙ্গলবার কমবে বৃষ্টির পরিমাণ। মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বুধবার থেকে ফের বদলাবে আবহাওয়া। বাড়বে বৃষ্টির পরিমাণ।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন উপকূলে ঘূর্ণাবর্তের রূপে অবস্থান করছে নিম্নচাপ। ঘূর্ণাবর্তের আবহে রাজ্যের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা রয়েছে। সোম ও মঙ্গলবার মূলত আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী ৮ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের  কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি জারি থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।