Placeholder canvas
কলকাতা শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি, কী বলছে আলিপুর, জানুন

Updated : 27 Jun, 2024 4:06 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী। দক্ষিণবঙ্গে গরমের পরিস্থিতি অব্যাহত। বেশকিছু এলাকায় বিক্ষিপ্তি বৃষ্টি হলেও বর্ষা এখনও আসেনি। তবে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার আলিপুর জানিয়েছে, আগামী তিন-চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করবে মৌসুমী বায়ু। বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে।

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তিশালী হবে। নিম্নচাপে পরিণত হওয়ারও সম্ভাবনা আছে। আগামী তিন-চারদিন বৃষ্টি বাড়বে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে সব জেলাতেই বৃষ্টি হবে। কয়েক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।