Placeholder canvas
কলকাতা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

কলকাতার কোথায় কোথায় ধর্না দেওয়া যাবে, রাজ্যকে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ হাইকোর্টের

Updated : 8 Nov, 2024 5:22 PM
AE: Krishnendu Ghosh
VO: Subhangi Mukhopadhyay
Edit: Mousumi Biswas

কলকাতা: গ্রপ ডি ঐক্য মঞ্চের পক্ষ থেকে পুলিশে আবেদন করা হয়েছিল নবান্ন বাসস্ট্যান্ডের সামনে ধর্নায় বসতে চান তারা। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় কলকাতা পুলিশ। আবেদন গ্রাহ্য না হওয়ায় গ্রুপ ডি ঐক্য মঞ্চ দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টে। সেই মামলাতেই হাইকোর্টের পক্ষ থেকে রায় দেওয়া হয় রাজ্য যেন পরিষ্কার ভাবে জানিয়ে দেয় কোন কোন এলাকায় ধর্না দেওয়া যাবে না।

আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার বিচার প্রক্রিয়া চলে। বিচারপতি পর্যবেক্ষণে জানান, “শহরের কোথায় কোথায় ধর্না করা যাবে কোথায় যাবে না এটা নিয়ে বিজ্ঞপ্তি জারি করা উচিত রাজ্য সরকারের। এ ব্যাপারে সুনির্দিষ্ট গাইডলাইনও করে দেওয়া উচিৎ সরকারের।”

উল্লেখ্য, আগামী ১১ থেকে ১৩ নভেম্বর নিজেদের দাবি-দাওয়াকে সামনে রেখে নবান্নের সামনে দিবারাত্রি টানা ধর্না অবস্থান করতে চেয়েছিল গ্রুপ ডি ঐক্য মঞ্চ।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পাল্টা মন্তব্যে রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, “নবান্নের বাসস্টপ ওটা। ওখানে রাজনৈতিক কর্মসূচি করা যাবে না।” রাজ্যের আইনজীবীর এই মন্তব্যে পাল্টা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, “গ্রপ ডি তো কোনও রাজনৈতিক পার্টি নয়। এরা শুধুমাত্র অবস্থান করতে চাইছে। পুলিশ কখনই কোনও অবস্থানে বাঁধা দিতে পারেনা।”