Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা

Updated : 16 Feb, 2024 5:10 PM
AE: Abhijit Roy
VO: Swarnali Dey
Edit: Silpika Chatterjee

কলকাতা: আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এ বছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা সাত লক্ষ ৯০ হাজার। রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট ৮৩৭টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হবে। শিক্ষা সংসদের তরফে মোট ১৭৬টি পরীক্ষাকেন্দ্রকে সংবেদনশীল হিসাবে চিহ্নিত করা হয়েছে। পরীক্ষায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ করেছে সংসদ।

শুক্রবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রায় ৮ লক্ষ পড়ুয়া এবার এই পরীক্ষায় বসবে। এবার পরীক্ষার সময়সূচি কিছুটা এগিয়ে আনা হয়েছে। পরীক্ষা শুরু হবে সময় সকাল ৯ টা ৪৫ মিনিটে, শেষ হবে দুপুর ১ টায়। ফলে ছাত্রছাত্রীরা বাড়তি ১৫ মিনিট হাতে সময় পাচ্ছে। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুভেচ্ছা জানিয়েছেন। প্রতিটা কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতি কেন্দ্রে থাকছে দুটি সিসিটিভি। তবে শিক্ষক মহলের প্রশ্ন, মাধ্যমিকে এত পরিমাণ মোবাইল বাজেয়াপ্ত হওয়ায় দুটি সিসিটিভি দিয়ে কী হবে।