
বোল্ড লুকে ক্যান্সার জয়ী হিনা
Updated : 1 Mar, 2025 2:42 PM
AE: Hasibul Molla
VO: Swarnali Dey
Edit: Aiyushe Maity
এবার বোল্ড লুকে ধরা দিলেন ক্যান্সার জয়ী হিনা খান। ইতিমধ্যেই তাঁর কেমো থেরাপি শেষ হয়েছে। আর এবার নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন একগুচ্ছ ছবি….চলুন দেখে নেওয়া যাক
ক্যান্সারে দীর্ঘদিন ধরে আক্রান্ত হিনা খান। তবে নিজের মনের জড়ে, সাহসে দুরারোগ্য রোগ থেকে নিজেকে সামলে আবারও ঘুরে দাঁড়িয়েছেন তিনি। আর এবার বোল্ড অবতারে ধরা দিলেন সোশ্যাল মিডিয়াতে। সাদা আনারকালি, যার সামনেটা রানি কাট কলার, নীল সুতোর কাজ। ক্যান্সারের দরুন বয় কাট ছুল, ঠোঁটে লাল লিপস্টিক, এবং হালকা মেকআপ। সব মিলিয়ে সাহসী লুকে ধরা দিলেন তিনি।
Tags: