
বর্শা দিয়ে লেখা হল ইতিহাস, বিশ্ব অ্যাথলেটিক্সে সোনা জিতলেন নীরজ
কলকাতা: সোনার ছেলের গলায় সোনার পদক। ইতিহাস লিখতে বাকি ছিল মাত্র একটি ধাপ। আর সেটা লিখলেন নীরজ চোপড়া। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে জ্যাভলিন থ্রো-তে সোনা জিতলেন তিনি। ফাইনালে ৮৮.১৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়লেন নীরজ। দ্বিতীয় স্থানে রয়ে গেলেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan) আর্শাদ নদিম (Arshad Nadeem)।
জানিয়ে রাখি এদিন নীরজ চোপড়া প্রথম চেষ্টায় কিন্তু ফাউল করেন। এরপর দ্বিতীয় চেষ্টায় তিনি ৮৮.১৭ মিটার দূরে জ্যাভেলিন ছোড়েন। তৃতীয়বার নীরজ ৮৬.৩২ মিটার পার করেন। জার্মান তারকা জুলিয়ান ওয়েবার ৮৫.৭৯ মিটার দূরত্ব অতিক্রম করেন। চতুর্থ প্রচেষ্টায় ৮৭.১৫ মিটার ছোড়েন আরশাদ। চতু্র্থ প্রচেষ্টায় ৮৪.৬৪ মিটার ছোড়েন নীরজ। পঞ্চম প্রচেষ্টায় ৮৭.৭৩ মিটার ছোড়েন ভারতের সোনার ছেলে নীরজ। শেষ চেষ্টায় ৮৩.৯৮ মিটার ছুড়লেন নীরজ। দ্বিতীয় হলেন পাকিস্তানের আরশাদ।
প্রসঙ্গত, ২০২১ সালের ৭ অগস্ট দিনটি ভারতীয় ক্রীড়াপ্রেমীরা ভুলতে পারবেন না শুধু মাত্র নীরজের জন্য। অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে সোনা এনে দিয়েছিলেন তিনি। হয়ে উঠেছিলেন ভারতের সোনার ছেলে। অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী ভারতের দ্বিতীয় খেলোয়াড় হলেন নীরজ চোপড়া। এর আগে ভারতের হয়ে এই রেকর্ড রয়েছে অভিনব বিন্দ্রার।