Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

কোন রেশন কার্ডে কত পরিমাণ খাদ্যশস্য পাওয়া যায়? জানুন সেই তথ্য

Updated : 19 Jan, 2024 9:30 PM
AE: Abhijit Roy
VO: Swarnali Dey
Edit: Silpika Chatterjee

ভারতীয় নাগরিকদের কাছে একটি গুরুত্বপূর্ণ নথি রেশন কার্ড ( Ration Card)। এই রেশন কার্ড ব্যবহার করে সাধারণ নিম্নবিত্ত পরিবারের লোকেরা সরকারি প্রকল্পের সুবিধা ভোগ করতে পারেন। পশ্চিমবঙ্গের রেশন উপভোক্তাদের বিভিন্ন রকমের রেশন কার্ডে বিভিন্ন রকমের সুবিধা থাকে। প্রতিটি রেশন কার্ডের ক্ষেত্রে খাদ্যশস্যের পরিমাণেরও বিস্তর ফারাক থাকে। চলতি বছরে রেশন ব্যবস্থায় বিরাট পরিবর্তন আনছে কেন্দ্রীয় সরকার। রেশন ব্যাগে লাগানো থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana) অধীনে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় প্রায় ২০ কোটি দেশবাসীর হাতে রেশনের ব্যাগ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। খাদ্যমন্ত্রক সূত্রে খবর, রেশনের ব্যাগে প্রধানমন্ত্রীর ছবি থাকার জন্যই প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।