Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

সোনিয়া আমাকে প্রধানমন্ত্রী করবেন না, বলেছিলেন প্রণব

Updated : 6 Dec, 2023 7:18 PM
AE: Hasibul Molla
VO: Avik Nandi
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: ‘না, উনি আমাকে প্রধানমন্ত্রী করবেন না।’ মেয়ের প্রশ্নের জবাবে সোনিয়া গান্ধী (Sonia Gandhi) প্রসঙ্গে ঠিক এই কথাই জানিয়েছিলেন প্রয়াত রাষ্ট্রপতি তথা দেশের কিংবদন্তি রাজনীতিক প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee)। ২০০৪ সালে বিপুল ভোটে জিতে কংগ্রেস ক্ষমতায় আসার পর দেশ তাকিয়ে ছিল তৎকালীন দলনেত্রী সোনিয়া গান্ধীর মুখের দিকে। কংগ্রেসের তাবড় নেতারা এবং অগণিত সমর্থক চাইছিলেন সোনিয়া প্রধানমন্ত্রী পদে বসুন। কিন্তু, আচমকাই তিনি বেঁকে বসেন। সকলকে হতাশ এবং চমকে দিয়ে জানিয়ে দেন, প্রধানমন্ত্রী পদে বসবেন না সোনিয়া গান্ধী। এরপরেই কংগ্রেসের প্রধানমন্ত্রী মুখ নিয়ে জোর চর্চা শুরু হয়। তখনই জল্পনার কেন্দ্রবিন্দুতে চলে আসে জাতীয় রাজনীতিতে ‘চাণক্য’ নামে প্রসিদ্ধ প্রণব মুখোপাধ্যায়ের নাম।

সেই সময় কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় (Sharmistha Mukherjee) বাবার কাছে জানতে চান প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ কতটা রয়েছে? এর জবাবেই প্রণব জানিয়ে দেন যে, সোনিয়া গান্ধী তাঁকে প্রধানমন্ত্রী করবেন না। ‘ইন প্রণব, মাই ফাদার: আ ডটার রিমেমবার্স’ (In Pranab, My Father: A Daughter Remembers) নামে এ মাসেই প্রকাশিতব্য একটি জীবনী তথা স্মৃতিকথার মতো গ্রন্থে এসব ছোটবড় নানান ঘটনার কথা লিখেছেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা। প্রাক্তন কংগ্রেস মুখপাত্র শর্মিষ্ঠা খুব অল্পদিনের জন্য রাজনীতিতে এসেছিলেন। ২০২১ সাল থেকে রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়ান।