বর্ষায় চোখ ও পেটের সমস্যা এড়াতে কী করবেন
Updated : 29 Jul, 2024 2:08 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandol
Edit: Silpika Chaterjee
গ্রীষ্ম পেরিয়ে বর্ষার (Monsoon) আগমন ঘটেছে। বর্ষারানী যেমন গরম থেকে স্বস্তি দেয়, তেমন বয়ে নিয়ে আসে নানান জীবাণুঘটিত রোগ। পেটের সমস্যা তো বটেই, এমনকী বর্ষার ক্ষতিগ্রস্ত হতে পারে চোখও। আর সেই কারণেই প্রয়োজন চোখের যত্ন নেওয়া। এ ব্যাপারে সুপরামর্শ দিচ্ছেন দিশা আই হাসপাতালের (Disha Eye Hospital) নামী চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আদিত্য প্রধান।
ডাঃ প্রধান জানাচ্ছেন, বর্ষার মরসুমে চোখে সাধারণত তিন ধরনের রোগ হতে পারে। ১) কনজাংটিভাইটিস, ২) কর্নিয়া আলসার এবং ৩) অ্যালার্জি।
Tags: