সপ্তাহান্তে ৫ ঘণ্টা বন্ধ থাকবে হাওড়া ব্রিজ
সপ্তাহান্তে বন্ধ থাকবে হাওড়া ব্রিজ (Howrah Bridge)। স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার ভোর সাড়ে ৪টে পর্যন্ত হাওড়া ব্রিজ বন্ধ থাকবে। এই ৫ ঘণ্টা চলবে না কোনও যান চলাচল করবেনা। শুক্রবার কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন। এর জন্য কলকাতা পুলিশের তরফে বিকল্প রাস্তার কথাও বলা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার ভোর সাড়ে ৪টে পর্যন্ত কোনও যানবাহন চলবে না হাওড়া ব্রিজ দিয়ে। তার পর থেকে আর কোনও নিষেধাজ্ঞা থাকছে না। স্বাভাবিক যান চলাচল করবে।
কলকাতা পুলিশের তরফে বিকল্প পথের তালিকও প্রকাশ করা হয়েছে। স্ট্র্যান্ড রোড দিয়ে আসা উত্তরমুখী গাড়িগুলিকে এমজি রোড ও স্ট্র্যান্ড রোডের ক্রসিং থেকে পোস্তা ও সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে নিবেদিতা সেতু দিয়ে পরিবহণ স্বাভাবিক থাকবে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে আসা দক্ষিণমুখী গাড়িগুলিকে এমজি রোড থেকে ঘুরে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে হাওড়ার দিকে যেতে হবে।
ব্র্যাবোর্ন রোড দিয়ে যাতায়াতকারী গাড়িগুলি স্ট্র্যান্ড রোড হয়ে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে যেতে পারবে। দক্ষিণ কলকাতা এবং পূর্ব কলকাতা থেকে হাওড়া ব্রিজমুখী গাড়িগুলি বিদ্যাসাগর সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়া গাড়ি চলবে আরবি সেতু, ডিএম বাংলো, বার্ন স্ট্যান্ডার্ড কোং, ফোরশোর রোড এবং কাজিপাড়া ক্রসিং দিয়ে।
হাওড়ার পশ্চিম এবং দক্ষিণ দিক থেকে আসা গাড়িগুলিকে ২৭এ পয়েন্ট থেকে বালি ব্রিজের দিকে এইচআইটি ব্রিজ, গোলাবাড়ি পুলিশ স্টেশন ক্রসিং, পিলখানা এবং জিটি রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ব্রিটিশ আমলে তৈরি হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। এই ব্রিজ ক্যান্টিলিভার ব্যবহার করে নির্মিত। এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম ক্যান্টিলিভার সেত। প্রায় ১ লক্ষ যানবাহন ও প্রায় দেড় লক্ষেরও বেশি পথচারীর ভার বহন করেছে নিত্যদিন।