Vande Bharat Express | বৃহস্পতিবার থেকে যাত্রা শুরু হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের
কলকাতা: হাওড়া (Howrah) থেকে পুরী (Puri) এ বার আরও কম সময়ে যাওয়া যাবে। বৃহস্পতিবার থেকেই চালু হচ্ছে হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (Bande Bharat Express)। রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনটির উদ্বোধন হচ্ছে ১৮ মে বৃহস্পতিবার। পুরী থেকে ট্রেনটি উদ্বোধন হওয়ার পর আসবে হাওড়া স্টেশনে। ২০ মে, শনিবার থেকে নিয়মিত চলবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া-পুরী যাতায়াতে সময় লাগবে সাড়ে ৬ ঘণ্টা। সপ্তাহে শুধু বৃহস্পতিবার চলবে না এই ট্রেন। পাশাপাশি ট্রেনটি দেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব ডিভিশনকে।
ভারতীয় রেল জানিয়েছে, হাওড়া থেকে সকাল ৬টা ১০ মিনিটে ছাড়বে ২২৮৯৫ বন্দে ভারত এক্সপ্রেস। পুরী পৌঁছবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। পুরী থেকে ওই দিন দুপুর ১টা ৫০ মিনিটে ছাড়বে বন্দে ভারত। হাওড়া পৌছবে রাত ৮টা ৩০ মিনিটে।
১৬ কামরার এই ট্রেন হাওড়া থেকে পুরী যাওয়ার পথে থামবে খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড স্টেশনে। বুধবার থেকে এই ট্রেনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। এটি সকাল ৬টা ১০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে বেলা ১২ টা ৩৫ মিনিটে পুরী স্টেশনে গিয়ে পৌঁছবে। আবার পুরী থেকে বেলা ১টা ৫০-এ ছেড়ে সেটি হাওড়া স্টেশনে ফিরবে রাত ৮টা ৩০ মিনিটে।
হাওড়া- পুরী বন্দে ভারত এক্সপ্রেসটিকে সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন চালাতে চলেছে রেল। সেক্ষেত্রে একমাত্র বৃহস্পতিবার ছাড়া প্রতিদিনই ট্রেনটি চলবে হাওড়া থেকে। যদিও উদ্বোধনের পরেই রেলের তরফে অফিসিয়ালি বিষয়টি স্পষ্ট করা হবে।বৃহস্পতিবারেই অ্যাপ বা ওয়েবসাইট থেকে টিকিট কাটা যেতে পারে। তবে জল্পনা চলছে এই বন্দে ভারতের ভাড়াও হতে চলেছে হাওড়া- এনজেপি বন্দে ভারতের মতোই। সূতত্রের খবর, চেয়ার কারের ভাড়া এক্ষেত্রে থাকতে পারে ১৫৯০ টাকা। অন্যদিকে এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া হতে পারে ২৮০০ টাকা থেকে ২৯০০ টাকার মধ্যে।
পশ্চিমবঙ্গের জন্য এটি হতে চলেছে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস। ওড়িশার পাশাপাশি কলকাতার রেলপ্রেমীদের কাছেও এটি যে অন্যতম সেরা আকর্ষণ হতে চলেছে তা বলাই বাহুল্য।