Placeholder canvas
কলকাতা রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

বড় ধাক্কা, একাধিক দেশে নিষেধাজ্ঞা ফাইটারে!

Updated : 24 Jan, 2024 8:26 PM
AE: Hasibul Molla
VO: Swarnali Dey
Edit: Silpika Chatterjee

মুম্বই: মুক্তির আগেই বড় ধাক্কা খেল হৃত্বিক (Hrithik Roshan) ও দীপিকা পাডুকোন (Deepika Padukone) অভিনীত ছবি ফাইটার (Fighter)। কিছুদিন আগেই জানা গিয়েছিল, ‘ফাইটার’ ছবির চারটি দৃশ্য কাটছাঁট করতে বলেছে সেন্সর বোর্ড (Central Board of Film Certification)। এবার জানা গেল, সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) পরিচালিত ‘ফাইটার’ সংযুক্ত আরব আমিরাত অঞ্চল (UAE) ছাড়া সমস্ত উপসাগরীয় দেশে নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার কারণ যদিও এখনও জানা যায়নি। চলচ্চিত্র বিশেষজ্ঞ এবং প্রযোজক গিরিশ জোহর এক্স হ্যান্ডেলে এই খবর প্রকাশ্যে এনেছেন। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে নির্মাতাদের তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি।