ক্রাচই এখন ভরসা, গুরুতর অসুস্থ হৃত্বিক!
Updated : 15 Feb, 2024 7:06 PM
AE: Samrat Saha
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee
মুম্বই: ভ্যালেন্টাইন ডে-র খুশির আবহেই এল মনখারাপের খবর। হঠাৎই অসুস্থতার খবর জানালেন হৃত্বিক রোশন (Hrithik Roshan)। বুধবার অভিনেতা তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, কোমরে বেল্ট এবং ক্রাচ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়া পোস্টের ক্যাপশনে হৃত্বিক লিখেছেন, আপনাদের মধ্যে কতজনকে ক্রাচ বা হুইলচেয়ারে ব্যবহার করতে হয়েছে? আপনার কাছে সেই অনুভবটা কীরকম? তিনি আরও বলেছেন, আমার দাদু একবার আহত হয়ে হুইলচেয়ার ব্যবহার করতে চাননি। তিনি জানিয়ে ছিলেন এতে তাঁর ইমেজ নষ্ট হবে। সেই সময় দাদুর ওই কথার অর্থ বুঝিনি। এখন বুঝতে পারছি। ইমেজ ঠিক রাখতে আমরা নিজের ব্যথা, যন্ত্রণা, বলা ভালো আসল জীবনকে আড়ালে রেখে দিই। কথাতেই আছে পুরুষদের ব্যথা লাগে না। সেই ইমেজ ঠিক রাখতেই আমাদের ব্যথা লুকিয়ে রাখার প্রচেষ্টা।
Tags: