Mall Washroom | সিনেমা হল বা মলের শৌচালয়ের দরজার নীচ কেন কাটা থাকে?
সিনেমা হল (Cinema Hall), মল (Mall), হাসপাতাল (Hospital) বা যে-কোনও পাবলিক শৌচালয়ে (Public Toilet) গিয়ে একটা জিনিস নিশ্চয়ই লক্ষ করেছেন, টয়লেটের দরজা আকারে ছোট হয়, নীচ থেকে কাটা থাকে। বাড়ি বা হোটেলের ঘরে কিন্তু তেমনটা হয় না। তাহলে, সিনেমা হল বা মলের শৌচালয়ের তলাটা কাটা থাকে কেন? কারণ জানলে চোখ কপাল।
বাড়ি বা হোটেলের ঘরে যে টয়লেট বা শৌচাগার থাকে তার দরজা মাথা থেকে একদম নীচ পর্যন্তই হয়। কিন্তু কোনও পাবলিক শৌচাগার যেমন শপিং মল, সিনেমা হল, হাসপাতাল-এ যে টয়লেট থাকে দরজা নীচ পর্যন্ত পুরোটা থাকেনা, তলার অংশ ছোট হয়।
পাবলিক টয়লেটের নীচের অংশ কাটা থাকলে তা পরিস্কার করতে সুবিধা হয়। টয়লেটে না ঢুকেই নীচ থেকে জল বা জঞ্জাল সাফ করা যায়।
নীচের অংশ কাটা থাকলে, টয়লেটে দুর্গন্ধ হলে তা দ্রুত বাইরে বেরিয়ে যেতে পারে কাটা অংশ দিয়ে।
টয়লেটের ভিতরে যিনি আছেন তাঁর আচমকা কোনও শারীরিক সমস্যা হলে বা পড়ে গেলে তা নীচের কাটা অংশ দিয়ে দেখা যায়। দরজা পুরো বন্ধ থাকলে ভিতরে কী হচ্ছে তা জানা সম্ভব নয়।