
ফাইনালের পরেই আইসিসি-র বোর্ড মিটিং, ৩টি বিষয়ে ব্যাপক জল্পনা
Updated : 18 Nov, 2023 9:11 PM
AE: Abhijit Roy
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee
আমেদাবাদ: ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল আগামিকাল অর্থাৎ ১৯ নভেম্বর। তার ঠিক ১ দিন পরেই মঙ্গলবার আমেদাবাদে আইসিসি’র বোর্ড মিটিং। সেই মিটিং নিয়েই জোরদার আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে। কারণ, পরের বিশ্বকাপ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া। তবে ওই সময়ে রয়েছে রাগবি বিশ্বকাপও। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ডে রাগবি ব্যাপক জনপ্রিয়। জিম্বাবাবোয়ের দাবি, এক দিনের ফরম্যাট নিয়ে সমস্যা নেই। আসলে খুব বেশি দেশ খেলে না বলেই সমস্যা। ১৪টি দলও যথেষ্ট নয় বলে মত তাদের। সেই নিয়েও আলোচনা হবে। অর্থাৎ এক দিনের ক্রিকেটের ভবিষ্যৎ কী?
Tags: