
চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ডান্ডিয়াতে মাতলেন রো-কো
১২ বছর পর দেশে ফিরল চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচে টানটান উত্তেজনার পর অবশেষে চার উইকেটে নিউজিল্যান্ডকে পরাস্ত করল ভারত। আর অবশেষে এক দশক পর ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি ফেরায় আনন্দে আত্মহারা সকলেই। গোটা ভারতবাসী যেমন আনন্দে আত্মহারা, মরু দেশেও চলছে সেলিব্রেশানের পালা। আর সেখানেই দেখা গেল এক আবেগঘন দৃশ্য।
গোটা ক্রিকেট মহল জুড়ে চর্চার কেন্দ্র বিন্দুতে রোহিত – কোহলি। যাদের ভালোবেসে রো – কো বলা হয়। কিন্তু তাদের নাকি মুখ দেখা দেখি নেই। যদিও সেই কথা নিজেরা কখনোই প্রকাশ্যে আনেন নি। এমনকি কখনই খেলার মাঠে দুজনের ইগোকেও সামনা সামনি কেউ দেখেনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে এবার অন্য দৃশ্যের সাক্ষী থাকলো সকলে। আনন্দে আত্মহারা হয়ে দুজনেই উইকেট নিয়ে খেললেন ডান্ডিয়া। আর যা দেখে আনন্দে আত্মহারা সকলেই। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল সেই দৃশ্য, যেখানে তাঁদের মধ্যে যে কোন ইগোর লড়াই নেই তা দেখেই স্পষ্ট হয়ে যাচ্ছে। অনুরাগীরা ইতিমধ্যেই সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখছেন ‘ রো – কো র এই মোমেন্টের জন্যই অপেক্ষায় ছিলাম’।