প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে গিলের অনন্য রেকর্ড
পুনে: প্রথম ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer) হিসাবে অনন্য নজির গড়লেন শুভমন গিল (Subhman Gill)। ভাবছেন তো কী নজির গড়লেন?
আসলে বাংলাদেশ ম্যাচে গিল যখন ব্যাট করতে নামেন তখন গিলের কলারে সোনালী রঙের ব্যাজ দেখা গিয়েছিল। যেটা আর কোনও ক্রিকেটারের ছিল না। সেই সোনালী ব্যাজ আইসিসি’র প্লেয়ার অফ দ্য মান্থ (ICC Player of the Month) হওয়ার জন্য। আর শুভমন গিল একবার নয়, এ বছর দু’বার প্লেয়ার অফ দ্য মান্থ হয়েছেন। একবার জানুয়ারিতে এবং আর একবরা সেপ্টেম্বর মাসে।
সেপ্টেম্বরে গিল মোট ৮টি ওয়ান ডে ম্যাচে মাঠে নেমে ২টি শতরান ও ২টি অর্ধশতরান-সহ ৪৮০ রান করেছেন। গিল ছাড়া ভারতের এখনও পর্যন্ত আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হয়েছেন ঋষভ পন্ত (জানুয়ারি, ২০২১), রবিচন্দ্রন অশ্বিন (ফেব্রুয়ারি, ২০২১), ভুবনেশ্বর কুমার (মার্চ, ২০২১), শ্রেয়স আইয়ার (ফেব্রুয়ারি, ২০২২) এবং বিরাট কোহলি (অক্টোবর, ২০২২)।