Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

একাধিকবার কফি পান করলে কী রোগ হয়? জানুন

Updated : 11 Jan, 2024 7:15 PM
AE: Samrat Saha
VO: Swarnali Dey
Edit: Silpika Chatterjee

সারা পৃথিবীতে প্রতিবছর হার্টের রোগে (Heart Disease) প্রাণ হারান অসংখ্য মানুষ। তাই এই রোগ নিয়ে অবশ্যই সচেতন থাকতে হবে। রোজকার জীবনের ভুলত্রুটি এই অসুখের আশঙ্কা বহুগুণে বাড়িয়ে দেয় বলেই জানাচ্ছে চিকিৎসাবিজ্ঞান। এসবের মাঝেই বর্তমানে একটি গবেষণায় উঠে এসেছে চমকে দেওয়া তথ্য। প্রায় গোটা বিশ্বের মানুষই বেশ রসিয়ে কফি পান করেন। দিনে একাধিকবার কফি পান করলে হার্ট সহ অন্যান্য অঙ্গে সমস্যা দেখা যেতে পারে। যদিও কফি পানের ভালো গুণও রয়েছে। এই পানীয় পর্যাপ্ত পরিমাণে খেলে বিপাক ভালো থাকে, এনার্জি বাড়ে, কোলেস্টেরল কমে। তবে তার জন্য পান করতে হবে খুবই কম পরিমাণে কফি।