কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

ডিএমকে সাংসদের বাড়িতে আয়কর তল্লাশি

Updated : 5 Oct, 2023 10:05 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

চেন্নাই: এবার ইন্ডিয়া জোটের (India Alliance) শরিক দল দ্রাবিড় মুন্নেত্রা কাজাঘাম (DMK) দলের সাংসদ (MP) এস জগৎরক্ষণনের (S Jagathrakshakan) বাড়ি সহ ৪০টি জায়গায় আয়কর দফতরের (Income Tax Raid) তল্লাশি। বৃহস্পতিবার সকাল থেকে এমপির চেন্নাইয়ের (Chennai) ৪০টি বাড়ি ও অফিসে একযোগে তল্লাশি চালাচ্ছে। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ বেশ কিছু সংস্থাতেও তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর।

প্রসঙ্গত, বুধবার দিনভর আম আদমি পার্টির (AAP) রাজ্যসভার সদস্য সঞ্জয় সিংয়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি। পরে দিনের শেষে টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। তারও আগে ইউএপিএ (UAPA) মামলায় গ্রেফতার করা হয় সংবাদমাধ্যম নিউজক্লিকের (Newsclick) সম্পাদক প্রবীর পুরকায়স্থকে। বাংলায় এদিন সকাল থেকে পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে ভোর থেকে ইডি তল্লাশি শুরু করেছে একাধিক প্রাক্তন ও বর্তমান পুর চেয়ারম্যানের বাড়িতে। এর সঙ্গে নয়া সংযোজন ডিএমকে এমপির বাড়িতে তল্লাশি আয়করের।