হিমঘরের ভাড়া বৃদ্ধি, আর্থিক ক্ষতির মুখে আলু কৃষকরা
বাঁকুড়া: হিমঘরে আলুর ভাড়া বৃদ্ধি। চরম আর্থিক ক্ষতির সম্মুখীন কৃষকরা। রাজ্য সরকারকে কটাক্ষ বিজেপির। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সূত্রে খবর, চলতি বছরে পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টিরও বেশি হিমঘরে আলু মজুত রয়েছে। ২০২৩ সালে এই হিমঘরগুলিতে ১৩ কোটি ৬১ লাখ ৫৬ হাজার ৫৯৪ প্যাকেট আলু মজুত ছিল। এখনও প্রায় দেড় কোটি প্যাকেটেরও বেশি আলু মজুত আছে। নভেম্বরে ৩০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের হিমঘরগুলিতে আলুর ভাড়া ছিল কুইন্টাল প্রতি ১৮৯ টাকা ৮০ পয়সা। হঠাৎ করে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় ১ ডিসেম্বর থেকে হিমঘরের ভাড়া বৃদ্ধির। এর ফলে আর্থিক সমস্যায় পড়েন কৃষকেরা।
রাজ্য সরকারের তরফে দক্ষিণ বঙ্গের হিমঘরগুলিতে কুইন্টাল প্রতি ১৮ টাকা ৬৬ পয়সা এবং উত্তরবঙ্গের হিমঘরগুলিতে কুইন্টাল প্রতি ১৯ টাকা ১১ পয়সা হারে ভাড়া বৃদ্ধি করা হয়। এর ফলে দক্ষিণবঙ্গের হিমঘরগুলিতে ভাড়া বেড়ে দাঁড়ায় কুইন্টাল প্রতি ২০৮ টাকা ৪৬ পয়সা। রাজ্যের এই সিদ্ধান্তে ভাড়া বৃদ্ধির ফলে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কৃষক থেকে শুরু করে আলু ব্যবসায়ীদের।