বাংলায় ইন্ডিয়া জোট একসঙ্গে ভোটে লড়বে, বললেন রাহুল গান্ধী
কোচবিহার: তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলীয় বৈঠকে রাজ্যে একলা চলোর ইঙ্গিত দিলেও এখানে ইন্ডিয়া জোট (INDIA Block) নিয়ে এখনও আশাবাদী কংগ্রেসের (Congress) কেন্দ্রীয় নেতৃত্ব। ঠারেঠোরে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কয়েক দিন ধরে সেই বার্তা দিচ্ছিলেন। এবার সরাসরি জোটের তত্ত্ব সামনে আনলেন রাহুল গান্ধী। তৃণমূলের সঙ্গে রাজ্যে জোটের বিরোধী বলে পরিচিত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে পাশে নিয়ে রাহুল গান্ধী ঘোষণা করেন, বাংলায় ইন্ডিয়া জোট একসঙ্গে ভোটে লড়বে। বৃহস্পতিবার অসম থেকে কোচবিহারে ঢুকেছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। সেখানে এই ঘোষণা করেন রাহুল গান্ধী। ইন্ডিয়া জোটে তৃণমূলের পাশাপাশি সিপিএমও রয়েছে। এখন এই রাজ্যে লোকসভা ভোটে জোটের সমীকরণ কী হয় সেটাই দেখার।
জোড়াই মোড়ে উৎসাহ-উদ্দীপনার মধ্যে মঞ্চ বেঁধে নেতাকে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন প্রদেশ কংগ্রেস। উপস্থিত লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীসহ রাজ্য নেতৃত্ব। অসমের ধুবড়ির গোলকগঞ্জ চরিয়ালি থেকে যাত্রা শুরু হয়। কোচবিহারের বক্সিরহাটে পতাকা হস্তান্তর হয়। এরপর খাগড়াবাড়ি চকে একটি জনসভা করা হয়। আজ, বৃহস্পতিবার অর্ধদিবস যাত্রা। আলিপুরদুয়ারের ফালাকাটা টাউন ক্লাব গ্রাউন্ডে দুপুরের মধ্যেই শেষ হবে আজকের মতো যাত্রা। সেখানেই রাত্রিবাস করবেন কর্মীরা। রাহুল গান্ধী ফিরে যাবেন দিল্লিতে। এদিকে কংগ্রেসের অভিযোগ বক্সিরহাটে ভারত জোড়ো ন্যায় যাত্রায় নিরাপত্তা দেয়নি পুলিশ। রাহুল গান্ধী নিজেই ভিড় সরিয়েছেন।