
কুলদীপের পাঞ্জায় পাক বধ ভারতের
কলম্বো: ২২৮ রানে পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের প্রথম ম্যাচ জিতে নিল ভারত। ভারতের ৩৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩২ ওভারে বাবর আজমদের ইনিংস শেষ হল ১২৮ রানে। চোটের জন্য ব্যাট করতে নামেননি পাকিস্তানের শেষ দুই ব্যাটার।
২৫ রানে ৫ উইকেট নিয়ে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন তিনি।৩১.৬ ওভারে কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ফহিম আশরাফ। ১২ বলে ৪ রান করেন তিনি। পাকিস্তান ১২৮ রানে ৮ উইকেট হারায়। চোট পাওয়া নাসিম শাহ ও হ্যারিস রউফ ব্যাট করতে নামেননি। তাই পাকিস্তান ১২৮ রানে অল-আউট হয়ে যায় বলে ধরে নেওয়া হয়। অর্থাৎ, ২২৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া।
অন্যদিকে, ১৮ রানে ১টি উইকেট নেন বুমরাহ। ১৭ রানে ১টি উইকেট নেন হার্দিক। ১৬ রানে ১টি উইকেট নেন শার্দুল। পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে এটি ভারতের সব থেকে বড় ব্যবধানে ম্যাচ জয়।