Placeholder canvas
কলকাতা শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫ |
K:T:V Clock

১৯ ডিসেম্বর ‘ইন্ডিয়া’র বৈঠক দিল্লিতে

Updated : 11 Dec, 2023 4:37 PM
AE: Samrat Saha
VO: Avik Nandi
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: ইন্ডিয়া জোটের (INDIA Bloc) চতুর্থ বৈঠক বসবে আগামী ১৯ ডিসেম্বর। রবিবার সন্ধ্যায় এক্স বার্তায় একথা জানান কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh)। নয়াদিল্লিতে (New Delhi) বিজেপি বিরোধী জোট বৈঠক হবে দুপুর ৩টের সময়।

ইন্ডিয়া জোটের বৈঠক হওয়ার কথা ছিল আগামী ১৭ ডিসেম্বর। কেন সেই তারিখ পিছানো হল, তার কোনও কারণ জয়রাম রমেশ দেননি। তিন রাজ্যে হারের পরই জোট রাজনীতি নিয়ে কংগ্রেসের (Congress) তৎপরতা লক্ষ্য করা যায়। কারও সঙ্গে আলোচনা না করেই একতরফা ইন্ডিয়া জোটের বৈঠকের সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ। সেই আগুনে আঙুল পোড়ানোর পর ক্ষত মেরামতে কংগ্রেস জানিয়ে দেয় এমাসের তৃতীয় সপ্তাহে সকল শীর্ষ নেতার সুবিধামতো একটি দিন বৈঠক ডাকা হবে।

Tags: