
ভারতমুখী জাহাজ ছিনতাই ইয়েমেনি জঙ্গিদের
Updated : 20 Nov, 2023 9:20 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee
নয়াদিল্লি: ইয়েমেনের (Yemen) হুতি জঙ্গিরা (Houthi Rebels) লোহিত সাগরে (Red Sea) ভারতমুখী (India) ইজরায়েলি (Israel) নাগরিকের অংশীদারিত্বে থাকা একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই (Cargo Ship Hijacked) করে নিয়েছে। হুতিরা জানিয়েছে, প্য়ালেস্তাইনে (Palestine) ইজরায়েলের আগ্রাসনের জবাবে তারা এই জাহাজ আটক করেছে। ইজরায়েল বলেছে, এটি ইরানের (Iran) সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অংশ।
রবিবার সকালের দিকে ইয়েমেনের নিকটবর্তী দক্ষিণ লোহিত সাগর থেকে দ্য গ্যালাক্সি লিডার নামের ওই জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটে। জাহাজটি ব্রিটিশ মালিকানাধীন। এটি পরিচালনা করে জাপান। এর মালিকানায় ইজরায়েলি এক ব্যবসায়ীর অংশীদারিত্ব রয়েছে। তুরস্ক থেকে ছেড়ে আসা জাহাজটি ভারতে আসার কথা ছিল।
Tags: