আড়ি পাততে ভারতের পেগাসাস প্রয়োগের প্রমাণ মিলল
Updated : 29 Dec, 2023 8:08 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
নয়াদিল্লি: দেশের বড় বড় সাংবাদিকদের উপর পেগাসাস প্রযুক্তি ব্যবহার করে তাঁদের মোবাইলে আড়ি পাতছে ভারত সরকার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিকিউরিটি ল্যাব কয়েকজনের মোবাইল পরীক্ষা করে এ বিষয়ে নিশ্চিত হয়েছে। বৃহস্পতিবার অ্যামনেস্টি এবং দি ওয়াশিংট পোস্টের এই বিষয়ের একটি যৌথ অনুসন্ধানী রিপোর্ট প্রকাশিত হয়েছে।
‘দি ওয়্যার’ নামে একটি সংবাদ ওয়েবসাইটের সম্পাদক সিদ্ধার্থ বরদারাজন এবং অন্য কয়েকজন ভারতীয় সাংবাদিকের উপর পেগাসাস চর-প্রযুক্তি ব্যবহার করেছে ভারত। ওই সাংবাদিকরা অ্যাপল ফোনের সতর্কবার্তা পেয়েছেন। এরপর তাঁরা অ্যামনেস্টির কাছে তা পরীক্ষার জন্য পাঠান। ল্যাব পরীক্ষায় রাষ্ট্রের মদতে ফোনে আড়িপাতার প্রমাণ মিলেছে বলে অ্যামনেস্টি ও ওয়াশিংটন পোস্ট জানিয়েছে।
Tags: