Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

ভারত হিন্দুদের দেশ, কী বললেন মোহন ভাগবত?

Updated : 22 Oct, 2023 5:36 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

মুম্বই: ভারত হিন্দুদের (Hindu) দেশ। আর এ কারণেই এদেশে মুসলিমরা সব থেকে নিরাপদ। ইজরায়েল-হামাস যুদ্ধের পরিপ্রেক্ষিতে একথা বলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। ভারতে এ ধরনের কোনও বৈরিতা নেই, যেমনটা ঘটে চলেছে ইউক্রেন এবং ইজরায়েলে। শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের একটি স্কুলে ছত্রপতি শিবাজি মহারাজের রাজ্যাভিষেকের ৩৫০ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন সরসঙ্ঘ চালক।

ভাগবত বলেন, হিন্দু ধর্ম সব ধর্মকে শ্রদ্ধা করে। আজ হামাস ও ইজরায়েল যে বিষয়ে লড়াই চালাচ্ছে ভারতে এরকম কোনও যুদ্ধ হয়নি। তখনই তিনি বলেন, এই দেশ হিন্দুদের দেশ। মুসলিমরা এখানে সব থেকে বেশি নিরাপদ। এরকমটা হিন্দুরাই করতে পারে। তাঁর কথায়, এদেশের ধর্ম এবং সংস্কৃতিই এরকম। যা সব সম্প্রদায় এবং বিশ্বাসকে শ্রদ্ধা করে। এটাই হিন্দু ধর্ম। এই দেশ হিন্দুদের দেশ।