হংকং-কে ছাপিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম শেয়ার বাজার ভারত
মুম্বই: ভারতীয় শেয়ার বাজারে (Indian Stock Market) বিনিয়োগকারীদের জন্য সুখবর রয়েছে। গত কয়েক দিন ধরে শেয়ার বাজারে বুল রান চলছিল। সেনসেক্স ও নিফটি সূচক যেমন সাম্প্রতিক সময়ে সর্বকালীন উচ্চতা ছুঁয়ে ফেলেছে। তেমনই বিএসই ও এনএসই (NSE)-ও একাধিক রেকর্ড গড়েছে। এবার বাজার মূল্যের দিক থেকে হংকং স্টক এক্সচেঞ্জকে ছাপিয়ে গেল ভারতীয় শেয়ার বাজার। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, ভারতের স্টক মার্কেট হংকংকে ছাড়িয়ে প্রথমবারের মতো বিশ্বব্যাপী চতুর্থ বৃহত্তম ইক্যুইটি বাজার হিসাবে স্থান পেয়েছে। দক্ষিণ এশিয়ার দেশ হিসাবেও নয়া উচ্চতা স্পর্শ করল ভারত।
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ভারতীয় এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ারের মূল্য সোমবার পর্যন্ত ৪.৩৩ ট্রিলিয়নে শেষ হয়েছে। যেখানে হংকংয়ের শেয়ার মূল্য ছিল ৪.২৯ ট্রিলিয়ন। উল্লেখ্য, ভারতের স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন গত ৫ ডিসেম্বরে প্রথমবারের মতো ৪ ট্রিলিয়ন অতিক্রম করেছিল। ভারতীয় স্টক মার্কেটে এই র্যালি একটি দ্রুত বর্ধনশীল খুচরা বিনিয়োগকারী বেস, বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের থেকে টেকসই ইনফ্লো, শক্তিশালী কর্পোরেট আয় থেকে এসেছিল।