Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

মোদির প্রশংসায় পঞ্চমুখ ব্রিটিশ প্রধানমন্ত্রী

Updated : 7 Sep, 2023 8:12 PM
AE: Samrat Saha
VO: Soumi Ghosh
Edit: Subhadeep Banerjee

নয়াদিল্লি: ভারতের অসাধারণ সাফল্যের অর্থ হল জি ২০ (G20) সামিটের সভাপতিত্ব। ভারতের প্রশংসায় ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক (British Prime Minister Rishi Sunak)। তাঁর মতে,  ভারত সঠিক সময়ে এই সম্মেলনের আয়োজন করেছে। জি ২০ সভাপতিত্বের জন্য সঠিক সময়ে ভারতই সঠিক দেশ। বুধবার এখ সাক্ষাৎকারে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বকে স্বাগত জানাই আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত নেতৃত্ব দিচ্ছে তা দেখে ভালো লাগছে।

৯-১০ সেপ্টেম্বর এখানে জি ২০ (G20)শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে দিল্লিতে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্র নেতার এই সম্মেলনে যোগ দেবেন। তার আগে ভারতের প্রশংসায় ব্রিটিশ প্রধানমন্ত্রী গলায়। সুনক বলেন, ভারতের বৈচিত্র্য এবং দেশের অসাধারণ সাফল্যের অর্থই হল, জি ২০ সভাপতিত্ব। যুক্তরাজ্য এবং ভারতের মধ্যে সম্পর্ক দুই দেশের ভবিষ্যত নির্ধারণ করবে।সুনক বলেন,  ব্রিটেন ও ভারতের সম্পর্ক জি ২০ সামিটের এর হাত ধরে খুব ঘনিষ্ঠ হবে। এক সঙ্গে কাজ করব, যাতে বড়সড় চ্যালেঞ্জের মুখোমুখি সেই দিকে নজর রাখা যাবে। বিশ্ব অর্থনীতির স্থিতাবস্থা থেকে জলবায়ু পরিবর্তনের দিকে থাকবে নজর।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেনের উপর রাশিয়ার যদ্ধ ঘোষণার নিন্দা করেন। তিনি বলেন, “একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশ হিসেবে, ইউক্রেনের নিজের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রয়েছে। একটি  সার্বভৌম দেশের উপর আচমকা আক্রমণ চালালে তা বিশ্ব রাজনীতিতে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। তাই ভারতের নাম না করে সুনকের মত ব্রিটেন এবং ভারত যৌথ ভাবে রুশ আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। উল্লেখযোগ্য, দীর্ঘ এই যুদ্ধের বিষয় ভারত এখনও পর্যন্ত সরকারি ভাবে রুশ নিন্দা করেনি। সুনক বলেন, ইউক্রেনীয় এই মুহূর্তে শান্তি চায়।  পুতিন চাইলে আগামিকাল তাঁর সৈন্য প্রত্যাহার করে এই যুদ্ধ শেষ করার ক্ষমতা রাখেন।