Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

চীনের মাটিতে ইতিহাস, এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

Updated : 25 Sep, 2023 5:24 PM
AE: Abhijit Roy
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

হ্যাংঝোউ: ইতিহাস রচনা করল ভারতের মহিলা ক্রিকেট দল। শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। মন্ধানা এবং জেমাইমা রডরিগেজের ব্যাটে ভর করে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১১৬ রান ওঠে। টি২০ ক্রিকেটের নিরিখে বড় রান না হলেও ওই রানই যথেষ্ট প্রমাণিত হয়। আট উইকেট হারিয়ে ৯৭ রানে থেমে যায় শ্রীলঙ্কার মেয়েদের ইনিংস।

ব্যাট হাতে ৪৫ বলে ৪৬ করেন মন্ধানা এবং ৪০ বলে ৪২ করেন রডরিগেজ। বাংলার মেয়ে রিচা ঘোষ একটা ছয় মেরে ৯ রানে আউট হয়ে যান। ব্যর্থ হয়েছেন অধিনায়ক হরমনপ্রীতও। রিচা ব্যর্থ হলেও বাংলার আর এক মেয়ে কাঁপিয়ে দিয়েছেন। চার ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। চুঁচুড়ার মেয়ের দুরন্ত বোলিংয়েই নতিস্বীকার করেছেন শ্রীলঙ্কার মেয়েরা।

দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকাররা ওভারপ্রতি ছয়ের উপর রান দিচ্ছিলেন। ম্যাচ নিয়ে যাচ্ছিল লঙ্কানরা। তিতাস এসে রানের গতিতে ব্রেক লাগিয়ে দিলেন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেন হাসিনি পেরেরা (২২ বলে ২৫)।

এই প্রথমবার এশিয়ান গেমসে অংশগ্রহণ করেছে ভারতের মহিলা ক্রিকেট দল। প্রথমবারেই সোনা জিতল তারা। এবারের এশিয়ান গেমসে এই নিয়ে দুটি সোনা হল ভারতের।