Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

WI vs IND | বরুণদেবের লীলায় ভারতের জেতা ম্যাচ ড্র, সিরিজ ১-০ জিতলেন রোহিতরা

Updated : 25 Jul, 2023 3:48 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Silpika Chatterjee

পোর্ট অফ স্পেন: পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভাল (Queen’s Park Oval) থেকে ম্যাঞ্চেস্টার শহরের ওল্ড ট্রাফোর্ডের (Old Trafford) দূরত্ব সাত হাজার কিলোমিটারেরও বেশি। মাঝখানে সুবিশাল উত্তর আটলান্টিক মহাসাগর। বরুণ তো দেবতা, তাঁর পক্ষে ২৪ ঘণ্টায় ৭০০০ কিমি পাড়ি দেওয়া কী এমন ব্যাপার। রবিবার অ্যাশেজ সিরিজের (Ashes Series) চতুর্থ টেস্ট পণ্ড করলেন, সোমবার ত্রিনিদাদে এসে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের দ্বিতীয় টেস্ট। দুই ক্ষেত্রেই পঞ্চম দিন, যা কি না ফলাফল নির্ণায়ক দিন, সেদিনেই জল ঢাললেন। বরুণ দেবের তুরীয় মেজাজে ড্র হয়ে গেল ভারতের নিশ্চিত জেতা ম্যাচ। 

ভারতের দেওয়া ৩৬৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে চতুর্থ দিনের শেষে দুই উইকেট হারিয়ে ৭৬ করেছিল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। পঞ্চম দিনে জিততে আরও ২৮৯ দরকার ছিল। ভারতের লাগত আট উইকেট। রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) চতুর্থ দিনের শেষেই কাজে লেগে পড়েছিলেন। যে দুটো উইকেট পড়েছিল তা তাঁরই নেওয়া। পঞ্চম দিনের পিচে তাঁকে এবং রবীন্দ্র জাদেজাকে সামলানো ক্যারিবিয়ানদের কাছে মাউন্ট এভারেস্টে আরোহণের সমান ছিল। ক্রেগ ব্রাথওয়েটদের (Kraigg Brathwaite) শেষ পর্যন্ত কিছুই করতে হল না। বরুণদেবের বদান্যতায় ড্র হয়ে গেল যা ক্যারিবিয়ানদের কাছে জয়ের সমান।

রবিবার একইরকম ভাগ্যের সাহায্য পেয়েছিল অস্ট্রেলিয়া (Australia)। বৃষ্টি বাগড়া না দিলে ইংল্যান্ডের (England) জয় প্রায় নিশ্চিত ছিল। সেক্ষেত্রে সিরিজ ২-২ হতে পারত এবং ওভালের পঞ্চম টেস্ট কার্যত ফাইনাল হয়ে দাঁড়াত। কিন্তু বেন স্টোকসদের (Ben Stokes) কপাল খারাপ। ম্যাচ শুধু ড্র-ই হল না, ভাগ্যের সাহায্য নিয়ে অ্যাশেজ নিজেদের দখলেই রাখল অস্ট্রেলিয়া। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার ঘটনা অভূতপূর্ব কিছু নয়। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথিবীর দুই অংশে দুটো টেস্ট ম্যাচেরই পঞ্চম দিন ধুয়ে যাচ্ছে, এরকম সাধারণত ঘটে না।  

টেস্ট সিরিজ ১-০ জয়ের পর ভারতের পরের মিশন তিনটে ওয়ান ডে ম্যাচ। এই ফর্ম্যাটে ক্যারিবিয়ানরা আর একটু প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে আশা করা যায়। সাম্প্রতিক সময়ে ফর্ম্যাট যত ক্ষুদ্র ওয়েস্ট ইন্ডিজ তত ভালো খেলে। একদিনের সিরিজের জন্য ডেকে নেওয়া হয়েছে শিমরন হেটমায়ার এবং ওশেন থমাসকে। তাতে দলের শক্তি বাড়বে সন্দেহ নেই।