Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

ভারত-বাংলাদেশ আবহে, সেনার বিজয় দিবস অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী

Updated : 16 Dec, 2024 2:56 PM
AE: Samrat Saha
VO: Bhaswati Das
Edit: Aiyushe Maity

কলকাতা: বাংলাদেশ (Bangladesh) ও ভারতের (India) মধ্যে চাপানউতোরের আবহে প্রতিবছরের মতো এবারের ভারতীয় সেনার বিজয় দিবস (Indian Army Victory Day) পালিত হবে। এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mmamata Banerjee) । এই উত্তপ্ত আবহে মুখ্যমন্ত্রীর সেনা দিবস অনুষ্ঠানে যোগদান তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, সেনার তরফে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে খবর। সব কিছু ঠিক ঠাক থাকলে সোমবার দুপুরে মিলিটারি ট্যাটু অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ ও রাজনৈতিক উত্তাপ নিয়ে আলোচিত গোটা বিশ্ব। সেই সেই সময় সেনার বিজয় দিবস অনুষ্ঠান। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৬ ডিসেম্বর ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে দীর্ঘ নয় মাসের এই যুদ্ধের সমাপ্তি ঘটে। বাংলাদেশের মুক্তিযুক্তে বড় অবদান ছিল ভারতীয় সেনার।

পাকিস্তানের ৯৩ হাজার জন সেনা ভারতীয় সেনা বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।  জন্ম হয় বাংলাদেশের। তাই দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয় ।