ভারতীয় দল ধ্বংসের পথে এগোচ্ছে, বিস্ফোরক মন্তব্য প্রাক্তন পাক ক্রিকেটারের
লাহোর: ভারতীয় দলকে (Team India) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার সরফরাজ নওয়াজ (Sarfaraz Nawaz)। তাঁর দাবি, ভারতের ব্যাটিং ধ্বংসের পথে এগিয়ে চলেছে এবং ভারতের থেকে পাকিস্তান (Pakistan) অনেক সুস্থির দল। ৩১ অগাস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup)। এখনও রোহিত শর্মাদের (Rohit Sharma) মিডল অর্ডার কী হবে তা নিয়ে কোনও স্থির সিদ্ধান্তে আসা যায়নি। বিশেষ করে চার-পাঁচ নম্বর নিয়ে বড়সড় অনিশ্চয়তা রয়েছে। এই পরিস্থিতিতে নওয়াজ বললেন, “এশিয়া কাপ এবং বিশ্বকাপে (CWC 2023) ভারতের থেকে অনেক বেশি দৃঢ় এবং সুস্থিত দল পাকিস্তান।”
নওয়াজ আরও বলেন, “অধিনায়ক বদলাচ্ছে, নতুন খেলোয়াড়দের পরখ করা চলছে, কোনও সঠিক কম্বিনেশন নেই। আমার মতে, ভারতীয় দল গড়ে ওঠার পরিবর্তে ধ্বংসের দিকে যাচ্ছে।” প্রাক্তন পাকিস্তানি এও জানান, বিশ্বকাপে ঘরের মাটিতে খেলার জন্য ভারত অনেকখানি চাপে থাকবে। তাঁর কথায়, “ঘরের মাঠে খেললে প্রত্যাশা সবসময় বেশি থাকে এবং তা চাপ সৃষ্টি করে। ভারতের প্লাস পয়েন্ট হল ওদের কিছু ভালো সিনিয়র প্লেয়ার আছে।”
নিজের দেশের বাঁ হাতি পেসার শাহিনশাহ আফ্রিদির (Shahin Afridi) প্রশংসা করেছেন রিভার্স সুইংয়ের পথিকৃৎ নওয়াজ। তিনি বলেন, “ও অসাধারণ বোলার এবং প্রথম তিন চার ওভারে তো ভয়ঙ্কর। নতুন বলে সুইং, সিম, পেস এবং ইয়র্কারের উপর এত নিয়ন্ত্রণ আমি খুব কম বোলারের মধ্যে দেখেছি।”
শেষবার ঘরের মাঠে খেলা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তাই নওয়াজের প্রত্যাশার চাপের তত্ত্ব ঠিক জোরালো নয়। তবে ব্যাটিং অর্ডার নিয়ে ভারতের অনিশ্চয়তা সত্যিই রয়েছে। বৃহস্পতিবার সে কথা স্বীকার করেছেন স্বয়ং অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানান, যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) পর আর কেউ ওই পোজিশনে কেউ নিজেকে স্থায়ী করতে পারেনি। রোহিত এদিন বলেন, “দেখুন, চার নম্বর স্পট আমাদের বহুদিন ধরে ভুগিয়ে চলেছে। একটা বড় সময় ধরে শ্রেয়স চারে নেমেছে এবং ও ভালো খেলেছে। দুর্ভাগ্যবশত চোট আঘাত ওকে কিছুটা সমস্যায় ফেলেছে আর এটাই গত ৪-৫ বছর ধরে সমস্যা। অনেকেই চোটের কবলে পড়েছে এবং আপনারা দেখেছেন নতুন নতুন খেলোয়াড়রা এসে ওই স্পটে খেলেছে।”