দলে ফিরেই চমক বুমরার, ডিএলএসে ২ রানে জিতে সিরিজে এগিয়ে গেল ভারত
আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি জয় পেল ভারতীয় দল। এর ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টির পূর্বাভাস ছিল। মেঘলা আবহাওয়ায় টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বুমরা। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ লুইস নিয়মে ২ রানে জয়ী হল ভারত। শুক্রবার দীর্ঘ সময়ের পর প্রত্যাবর্তনে করে অনবদ্য জসপ্রীত বুমরা। তাঁর মতোই দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা এবং টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক ম্যাচে নজর কাড়লেন প্রসিধ কৃষ্ণাও। অভিষেক ম্য়াচ ছিল রিঙ্কু সিংয়েরও। তবে অভিষেক ম্যাচে ব্যাট হাতে নামার সুযোগই পেলেন না এই আইপিএল তারকা।
প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বুমরা। সাত ওভারের মাথায় আয়ারল্যান্ডের অর্ধেক দলকে সাজঘরে ফিরিয়ে দেয় ভারতীয় বোলাররা। দ্রুত বোলিংয়ের পাশাপাশি অধিনায়ক হিসাবেও নজর কাড়লেন বুমরা। প্রায় এক বছর পর বল হাতে মাঠে নেমে ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। বুমরার পাশাপাশি অভিষেক ম্য়াচে নজর কাড়লেন প্রসিদ্ধ কৃষ্ণাও। তিনিও চোট সারিয়ে ফিরেছেন। টি-টোয়েন্টি অভিষেকে প্রথম ওভারে উইকেট নেন প্রসিদ্ধ। একটা সময় আয়ার্ল্যান্ডকে দেখে মনে হচ্ছিল ১০০ রানের গণ্ডিও টপকাতে পারবে না। তবে কার্টিস ক্যাম্ফার ও ব্যারি ম্যাকার্থির ব্যাটে ১৩৯ রানে ইনিংস শেষ করে আয়ারল্যান্ড। ৩৯ রান করেন ক্যাম্ফার। ম্যাকার্থি ৫১ রান করে অপরাজিত থাকেন।
১৪০ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড়ের। পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হাারিয়ে ক্রিজে টিকে তাকেন দুজনেই। কিন্তু পাওয়ার প্লে-র পরেই ক্রেগ ইয়ংয়ের বলে ২৪ রান করে আউট হন যশস্বী। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভালো ছন্দে থাকা তিলক বর্মা এই ম্যাচে ব্যর্থ। প্রথম বলেই আউট হন তিনি। পূর্বাভাস অনুযায়ী, ঠিক ৬.৫ ওভারের মাথায় শুরু হয় বৃষ্টি। আম্পায়ারের সিদ্ধান্তে খেলা বন্ধ রাখা হয়। তখন ভারতের রান ২ উইকেটে ৪৭। সেই সময় ডাকওয়ার্থ লুইস নিয়মে ২ রান বেশি ছিল ভারতের। বৃষ্টির পরিমাণ এতোটাই বেশি ছিল যে, খেলা শুরু করা সম্ভব হয়নি। শেষে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে জয়ী হয় ভারত। তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। সিরিজে সমতা ফেরাতে পরের ম্যাচে জিততেই হবে আয়ার্ল্যান্ডকে। তবে আত্মবিশ্বাসী ভারতও সিরিজ জিততে পরের ম্যাচেও এই ধারা বজায় রাখতে চাইবে।