
কাপ অধরা হলেও ব্যক্তিগত বিভাগে সেরা ভারতীয়রাই
আমেদাবাদ: বিশ্বকাপ ফাইনাল হেরে যাওয়া দল মানসিকভাবে বিপর্যস্ত হবেই। তার উপরে টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে এসে হার, তাও আবার দেশের মাটিতে। অন্যান্য অনেক দলের খেলোয়াড়রা ডিপ্রেশনে চলে যেতেন, মনোবিদের পরামর্শ নিতেন। কিন্তু এটা টিম ইন্ডিয়া (Team India)। এই দলের খেলোয়াড়দের ডিপ্রেশনে যাওয়ার কোনও কারণ নেই। কাপ জয় অধরা থাকলেও গোটা টুর্নামেন্ট জুড়ে তাঁরা যে পারফরম্যান্স দিয়েছেন তার তুলনা নেই। ব্যক্তিগত প্রায় সমস্ত বিভাগে সেরা ভারতীয় ক্রিকেটাররাই।
বিশ্বকাপের সর্বোচ্চ ৭৬৫ রান করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনিই ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন। তাঁর ওই পুরস্কার নেওয়া দেখে ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসির সোনার বল জেতার দৃশ্য মনে পড়ে গেল। সেদিন মেসিও পরাজিতদের দলে ছিলেন। যাই হোক, সবথেকে বেশি রান ছাড়াও আরও দুটি ক্ষেত্রে এক নম্বর বিরাট। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি চার (৬৮) এবং সবথেকে বেশি গড় ৯৫.৬২ তাঁরই।