Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

এবার সমস্ত সন্ত্রাসের শেষ হবে সিদ্ধার্থের হাতেই!

Updated : 8 Jan, 2024 9:05 PM
AE: Hasibul Molla
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

মুম্বই: আমাজন প্রাইম ভিডিয়োতে (Amazon Prime Video) আসছে পেতে রোহিত শেট্টি (Rohit Shetty) পরিচালিত ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ (Indian Police Force)। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) , শিল্পা শেট্টি (Shilpa Shetty) এবং বিবেক ওবেরয় (Vivek Oberoi)-কে। দিল্লির ক্রমবর্ধমান সন্ত্রাসের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবিটি।

সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। ‘দিল্লি পুলিশ খেলে না, খেল খতম করে’- এই ডায়লগে দর্শকদের চমকে দিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। দিল্লি পুলিশ ফোর্সের অফিসারের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। শিল্পা, বিবেক, সিদ্ধার্থরা কীভাবে বিস্ফোরণের নেপথ্যে থাকা দুষ্কৃতীদের খুঁজে বের করে দিল্লিকে নিরাপত্তা দেবে তারই ঝলক উঠে এসেছে ট্রেলারে। গোটা ট্রেলার জুড়ে রয়েছে ভরপুর অ্যাকশন, টানটান উত্তেজনা।