Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Indian Railways | Vande Sadharan | কম খরচে দারুণ সুবিধা, ভারতীয় রেলের নয়া উদ্যোগ ‘বন্দে সাধারণ’

Updated : 18 Jul, 2023 8:52 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: ভারতে রেল (Indian Railways) ব্যবস্থার উন্নতিতে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশে রেলপথে যোগাযোগের ব্যাপক উন্নতি ঘটেছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের শুরুর পর থেকে। বর্তমানে অল্প সময়ের মধ্যে দেশের একাধিক শহরকে বন্দে ভারত ট্রেনের মাধ্যমে যুক্ত করার কাজ করে চলেছে ভারতীয় রেল। তবে, এই ট্রেনের টিকিটের মূল্য এতটাই বেশি যে অনেক সময়ে মধ্যবিত্তরা তাতে ভ্রমণ করতে পারেন না। তাই সেই সমস্যা মেটাতে নয়া উদ্যোগ গ্রহণ করতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। বন্দে ভারতের আদলেই আসছে নতুন নন-এসি এক্সপ্রেস। ‘বন্দে সাধারণ’ (Vande Sadharan Express) চালু করবে রেল। 

রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনের কোচগুলি নন-এসি হবে। এদিকে স্লিপার ক্লাসের আসনও থাকবে এতে। দূরপাল্লার যাত্রার জন্য তৈরি করা হবে এই নয়া ট্রেনগুলি। বন্দে ভারতের মত সারা ট্রেনজুড়ে এসি না থাকায় এই ট্রেনের ভাড়া অনেকটাই কম হবে। যা সাধারণ মানুষের নাগালের মধ্যে। যাত্রীদের অল্প খরচে দ্রুত এবং আরামে যাত্রা করার কথা ভেবনাচিন্তা করেই এই বন্দে সাধারণ এক্সপ্রেস ট্রেনের পরিকল্পনা শুরু করেছিল রেল।

চেন্নাইয়ের ইন্ডিগ্রেটেড কোচ ফ্যাক্টরিতেই তৈরি করা হবে এই নন-এসি বন্দে সাধারণ ট্রেনগুলি। বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) মতোই এতেও থাকবে অটোমেটিক ডোর সিস্টেম। যাত্রীসুরক্ষার কথা মাথায় রেখে প্রতিটি কামরায় সিসিটিভি ক্যামেরাও লাগানো থাকবে। এই ট্রেন তৈরি করতে আনুমানিক ৬৫ কোটি টাকা খরচ হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে বর্তমানে চেন্নাইয়ের এই আইসিএফ-এই তৈরি হচ্ছে বন্দে ভারতের ট্রেনগুলি। এই ট্রেন তৈরি করতে খরচ হচ্ছে ১০০ কোটি টাকা করে।