Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

আমেরিকায় ভারতীয় পড়ুয়াকে ছুরি

Updated : 2 Nov, 2023 3:15 AM
AE: Abhijit Roy
VO: Soumi Ghosh
Edit: Subhadeep Banerjee

নিউইয়র্ক: আমেরিকায় (US) এক ভারতীয় (Indian) পড়ুয়াকে ছুরি (Knife) মারার অভিযোগ উঠল। একটি জিমে বরুণ (Varun) নামে ওই ভারতীয়কে ছুরি মারা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ইন্ডিয়ানার ভালপারাইসো শহরে ওই ঘটনা ঘটে। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ (Police)। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

আক্রান্ত হওয়ার পর দ্রুত বরুণকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  তাঁকে স্থানীয় ফোর্ট ওয়াইনে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী, তাঁর পাঁচ শতাংশ বাঁচার আশা রয়েছে।

এদিকে অভিযুক্ত জর্ডান অ্যান্ড্রেডের কথার মধ্যে অনেক অসঙ্গতি রয়েছে। তাকে জেরা করছে পুলিশ। ঠিক কী কারণে সে এই হামলা চালাল তা এখনও পরিষ্কার নয়।

Tags: